দু-চোখ জুরে স্বপ্ন, বুক ভরা সাহস, পরিবারের সহানোভুতি ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে সকল বাঁধা পেরিয়ে প্রতিবন্ধী সাদিয়া আফরিন (১০) নামে এক প্রতিবন্ধী শিশু এবার প্রাথমিক সমাপনী পরিক্ষায় অংশগ্রহন করছে। “শিক্ষা জাতির মেরুদন্ড” তাই এই শিক্ষ অর্জন করে জীবনে অনেক বড় হতে চায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নিকড় দীঘি সরকারী প্রাথমিক বিদ্যলয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ও বাঁকিলা গ্রামের সাদেক হোসেনের প্রতিবন্ধী মেয়ে সাদিয়া।

প্রায় ৩ কি:মি: দুর থেকে দাদু আব্দুস সাত্তারের হাত ধরে হুইল চেয়ারে বসে প্রতিবন্ধী সাদিয়া আসে স্কুলে। দাদু সাত্তার এখন প্রতিবন্ধী সাদিয়ার বেশ ভালো বন্ধুও বটে। দাদুর হাত ধরে আজ থেকে পাঁচ বছর আগে ১ম শ্রেণীতে ভর্তি হন সাদিয়া। দীর্ঘ পাঁচ বছরের শিক্ষা জীবনে সাদিয়ার ফলাফল ছিল এক থেকে দশের মধ্যে। সাদিয়ার শিক্ষক এনামুল হক জানান, অত্যন্ত চঞ্চল ও মেধাবী ছাত্রী ছিল সাদিয়া। আমরা কখনো তাকে প্রতিবন্ধী হিসেবে দেখিনি। চেষ্টা করেছি ওর বন্ধুর মত আচরণ করতে। আশাকরি সে জীবনে ভালো কিছু করবে। তবে প্রতিবন্ধীরা যে সমাজের অভিশাপ ও অক্ষম না তা সাদিয়াকে দেখে বোঝা যায়। তবে সাদিয়ার সাফল্যের পিছনে তার দাদুর অবদান অসামন্য।