আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন হলে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। আজ রোববার দুপুরে সাভার সেনানিবাসে দুর্দম ১১ ইউনিটের রেজিমেন্টাল কালার প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘আমরা অতীতেও এই দায়িত্ব পালন করেছি। আমরা আমাদের পেশাদারিত্বের সঙ্গে আমাদের অতীত অভিজ্ঞতার আলোকে এই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে একটা শান্তিপূর্ণভাবে নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় এবং সম্পন্ন হয় সে লক্ষ্যে আপনাদের নিয়োজিত করা হলে আমরা দায়িত্ব পালন করবো। এবং সেটিই সেনা প্রধান হিসেবে আপনাদের প্রতি আমার নির্দেশ থাকবে।’