একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি আজ সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বিএনপিতে যোগদেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রনিকে স্বাগত জানান। এসময় ফখরুল বলেন, ‘তার (রনি) যোগদানে গণতান্ত্রিক আন্দোলন আরও জোরদার হবে।’ অনুষ্ঠানে রনি বলেন, ‘আমি অত্যন্ত স্বজ্ঞানে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করলাম।’

পরে রনি পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নের চিঠি গ্রহণ করেন। ২০০৮ সালে এই আসন থেকে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আ খ ম জাহাঙ্গীরের কাছে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়াইয়ে নেমে হেরে যান রনি। এবার এই আসন থেকে মনোনয়ন পাননি বর্তমান সংসদ সদস্য জাহাঙ্গীর। তার পরিবর্তে নৌকার টিকিট পেয়েছেন সিইসি কে এম নুরুল হুদার ভাগ্নে এস এম শাহজাদা সাজু।