চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ২২ জন নিহত হয়েছে। আহত ২২ জন। মঙ্গলবার হেবেই প্রদেশের কাছে ঝাংজিয়াকু শহরে শেংগুয়া কেমিক্যাল কোম্পানিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। হেবেই প্রদেশে ২০২২ সালে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার।এই নিয়ে চলতি মাসে দ্বিতীয়বারের মতো বিস্ফোরণের ঘটনা ঘটল চীনে।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়, বিস্ফোরণে কারখানার আশপাশে ৩৮টি ট্রাক ও ১২টি গাড়ি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে বিস্ফোরণটি রাস্তায় হয়েছে, না কারখানার অংশে হয়েছে, তা জানায়নি ওই গণমাধ্যম।বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় গণমাধ্যম বলছে, কারখানাটির প্রবেশমুখে এই বিস্ফোরণ ঘটেছে। একটি বাহনে করে বিস্ফোরক নিয়ে যাওয়ার সময় এটি বিস্ফোরিত হয়।ঘটনার পর থেকে উদ্ধারকাজ অব্যাহত আছে। এ দুর্ঘটনা ও হতাহত ব্যক্তিদের খবরের সত্যতা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আহত লোকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।চীনে প্রায়ই রাসায়নিক কারখানা বা সংলগ্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। চলতি মাসেই উত্তরাঞ্চলীয় প্রদেশ জিলিনে যন্ত্রপাতি তৈরির একটি কারখানায় বিস্ফোরণে দুজন নিহত ও ২৪ জন আহত হয়। মধ্যরাতের দিকে ওই বিস্ফোরণে অন্তত ৪১টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। গত জুলাই মাসে দক্ষিণ–পশ্চিমের সিচুয়ান প্রদেশের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ১৯ জন নিহত ও ১২ জন আহত হন। ২০১৫ সালে তিয়ানজিং প্রদেশে একই ধরনের এক দুর্ঘটনায় নিহত হন ১৬৫ জন।