জাতীয় পার্টির মহাসচিব ও পটুয়াখালী-০১ আসনের সাংসদ এবিএম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে ঝাড়– ও বিক্ষোভ মিছিল হয়েছে। এছাড়াও মিছিল শেষে তার কুশ পুত্তলিকা দাহ করা হয়। মিছিলে কয়েক সহ¯্রাধিক নারী-পুরুষ তাকে কুটউক্তি করে নানা স্লোগান দেয়। আজ বুধবার পটুয়াখালী জেলা শহরের এ কর্মসুচী পালিত হয়।

মঙ্গলবার জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হেলিকপ্টার যোগে পটুয়াখালীতে এসে জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এমন খবর সাধারন মানুষের কাছে গেলে ক্ষোভের সৃষ্টি হয় এবং ওই দিনই পটুয়াখালী জেলা আওয়ামীর সভাপতি ও ধর্মপ্রতিমন্ত্রী এ্যাড. শাহজাহান মিয়ার বাসার সামনে একাধিক নারী-পুরুষ জরো হয়ে জাপার এই নেতা বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার সকাল থেকে জেলা আওয়ামীর কার্যালয়ের সামনে হাজার হাজার নারী-পুরুষের জামায়েত ঘটে। এসময় জাপার নেতা রুহুল আমিনকে উল্লেখ করে নানা অশোভনীয় স্লোগান দিতে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে কয়েক নারী-পুরুষ বিক্ষুব্ধ হয়ে ঝাড়–-জুতা প্রর্দশন করে শহরে একটি বিশাল মিছিল বেড় করে। জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের ছবিতে ঝাড়– দিতে দিতে মিছিলটির অগ্রগতি ঘটে। পরে লঞ্চ টার্মিটাল চত্বরে তার কুশ পুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা। এ ঘটনায় পটুয়াখালী জেলা জাতীয় পার্টির কয়েক নেতাকে ফোন দিলেও তারা তাদের ফোনটি রিসিভ করেননি।