মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বুধবার পাবনার ৫টি আসনে আওয়ামীলীগের ৫ জনসহ ৪২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার আংশিক) আসনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু (আওয়ামীলীগ), মো: নজরুল ইসলাম (ওয়ার্কার্স পাটি), সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ (গণফোরাম), জামায়াত নেতা ডাঃ আব্দুল বাসেত খান (স্বতন্ত্র), জুলহাস নাইন (বাম গণতান্ত্রিক জোট) জামাতের সাবেক আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান (স্বতন্ত্র), সরদার শাহজাহান (জাতীয় পার্টি), মো: সালাহ উদ্দিন খান (বিএনপি), মুফতি আব্দুল মতিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই), শাখাওয়াত হোসেন (এনপিপি), শরীফুল ইসলাম (তরিকত ফেডারেশন), ডা. মো: শফিকুল ইসলাম (বাংলাদেশ মুসলিম লীগ)।

পাবনা-২ (সুজানগর-বেড়ার আংশিক) আসনে আহমেদ ফিরোজ কবির (আওয়ামীলীগ), একেএম সেলিম রেজা হাবিব (বিএনপি), হাসান জাফির তুহিন (বিএনপি), আব্দুল হালিম সাজ্জাদ (বিএনপি), মো: ইউনুস আলী (ইসলামী আন্দোলন), সাখাওয়াত হোসেন (এনপিপি), মো: শামসুর রহমান (বাংলাদেশ তরিকত ফেডারেশন), মোঃ রেজাউল রহিম (জাসদ)।

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে মকবুল হোসেন (আওয়ামীলীগ), কেএম আনোয়ারুল ইসলাম (বিএনপি), হাসাদুল ইসলাম হীরা (বিএনপি), ফখরুল আজম (বিএনপি), মো: আব্দুল মোতালেব (ইসলামী অন্দোলন), মোঃ খাইরুল আলম (গণতন্ত্রী পার্টি), হাসানুল ইসলাম রাজা (স্বতন্ত্র)।

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু (আওয়ামীলীগ), হাবিবুর রহমান হাবিব (বিএনপি), সিরাজুল ইসলাম সরদার (বিএনপি), জামায়াত নেতা আবু তালেব মন্ডল (স্বতন্ত্র), মাওলানা আব্দুল জলিল (ইসলামী আন্দোলন), মোঃ আব্দুর রশিদ সেখ (এনপিপি)।

পাবনা-৫ (সদর) আসনে গোলাম ফারুক খন্দকার প্রিন্স (আওয়ামীলীগ), শামসুর রহমান শিমুল বিশ্বাস (বিএনপি), মামুনার রশিদ খান (বিএনপি), জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা ইকবাল হুসাইন (বিএনপি), মো: আরিফ বিল¬াহ (ইসলামী আন্দোলন), মো: আবু দাউদ (এনপিপি), মো: জাকির হোসেন (ওয়ার্কার্স পার্টি), আব্দুল কাদের খান (জাতীয় পার্টি-এরশাদ), ডা: ইসমাইল হোসনে (খেলাফত আন্দোলন)।

মনোনয়নপত্র প্রদানকারীরা জেলার বিভিন্ন উপজেলা রিটার্নিং অফিসার ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৃথক পৃথক ভাবে এই মনোনয়নপত্র দাখিল করেন। জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক জসিম উদ্দিন বুধবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে এ তথ্য সাংবাদিকদের জানান।