নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান মাদারীপুর-২ আসনে নৌকা প্রতীকে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে বুধবার সকাল ১০ টায় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মো. ওয়াহিদুল ইসলাম এর কাছে মনোয়নপত্র জমা দিয়েছেন। মাদারীপুর-২ (মাদারীপুর এক অংশ, রাজৈর উপজেলা) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী তালিকা ঘোষণা করার পর বুধবার সকালে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মো. ওয়াহিদুল ইসলামের কাছে আওয়ামীলীগের মনোয়নপত্র জমা দেন। এসময় তার সাথে আরো ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজল কৃঞ্চ দে, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ওবাইদুর রহমান (কালু)খান, সাবেক কেন্দ্রয়ী ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাবেক সাবেক পৌর মেয়র নুরুল আলম বাবু চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান মো. খুলিলুর রহমান খান, জেলা পরিষদের সদস্য সৈয়দ আবুল বাসার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ। এরপর নৌপরিবহন মন্ত্রীর তার নির্বাচনী এলাকায় গিয়ে নেতাকর্মীদের সাথে স্বাক্ষাত করতে রওনা হন। নেতাকর্মীদের স্বাক্ষাত করার পর জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানে কবর জিয়ারত করতে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় যান।

সাবরীন জেরীন মাদারীপুর।