পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুত কেন্দ্রের নির্মানাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছে এক চীনা শ্রমিক। শুক্রবার বেলা ১১ টায় কর্মরত অবস্থায় পা পিছলে ছাদ থেকে পড়ে শ্রমিক চ্যাং ঝিয়াংলিয়াং (৪৯) গুরুতর জখম হয়। তাৎক্ষনিক তাঁকে শঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

চ্যাং ঝিয়াংলিয়াং পায়রা ১৩২০ মেঘাওয়াট তাপ বিদ্যুত কেন্দ্রের র্নিমান অংশীদারী প্রতিষ্ঠান এনইপিসি এর কর্মী ছিলেন। তার মৃত্যুতে বিদ্যুৎ কেন্দ্রের কর্মরত সকল শ্রমিক ও কর্মকর্তাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সহকারী পুলিশ সুপার কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জালাল আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শুক্রবার দুপুরে চীনা এ শ্রমিককে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। প্রকল্পের জুনিয়র সহকারী প্রকৌশলী (নিরাপত্তা) শাহমনি জিকো জানান, এটি একটি নিছক দুর্ঘটনা। ওর কান থেকে রক্ত ঝরছিল। মাথায় আঘাত পাওয়ায় এমনটি ঘটেছে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নেয়া হয়। নিহতের লাশ তাঁর দেশে ফেরত পাঠানো হবে বলেও নিশ্চিত হওয়া গেছে।