যশোরের ছয়টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ২৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাতিল হওয়াদের মধ্যে রয়েছেন যশোর-১ আসনে জাকের পার্টির সাজেদুর রহমান, স্বতন্ত্র মাওলানা আজীজুর রহমান, যশোর-২ আসনে মুহাম্মদ মহিদুল ইসলাম, স্বতন্ত্র এবিএম আহসানুল হক, ইসলামী ঐক্যজোটের (নেজামী) শহিদুল ইসলাম ইনসাফী, বিএনএফের আব্দুল্লাহ আল মাহমুদ, জাতীয় পার্টির ফিরোজ শাহ, গণফোরামের মেজর (অব.) আসাদুজ্জামান, বিএনপির সাবিরা সুলতানা, যশোর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মফিজুল আলম, জেএসডির বিপ্লব আজাদ, বিএনএফের প্রশান্ত বিশ্বাস, বিকল্পধারার মারুফ হাসান কাজল, স্বতন্ত্র শাহীন চাকলাদার।

যশোর-৪ আসনে এনপিপির মোহাম্মদ আলী জিন্নাহ, বিকল্পধারার নাজিমউদ্দিন আল আজাদ, জাকের পার্টির লিটন মোল্যা, যশোর-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইবাদুল ইসলাম খালাসী, জাকের পার্টির রবিউল ইসলাম, স্বতন্ত্র মোহাম্মদ মুসা, জাগপার নিজামুদ্দিন অমিত, স্বতন্ত্র কামরুল হাসান বারি, যশোর-৬ আসনে জাকের পার্টির প্রভাষক সাইদুজ্জামান, স্বতন্ত্র নূরুল ইসলাম, বিএনএফের প্রশান্ত বিশ্বাস এবং স্বতন্ত্র শাহীন চাকলাদার।