সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ না হলে, নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে নির্বাচন কমিশন কলঙ্কিত হবে। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে নির্বাচন প্রশিক্ষকদের নিয়ে কর্মশালায় বক্তৃতাকালে মাহবুব তালুকদার এ কথা বলেন। নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে নির্বাচন কমিশন কলঙ্কিত হবে জানিয়ে তিনি এমনটা না হতে দেওয়ার আহ্বান জানান।নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, যা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তাদের কাজে লাগাতে হবে। একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাইকে কাজ করারও আহ্বান জানান এই নির্বাচন কমিশনার।

মাহবুব তালুকদার বলেন, ভোটকেন্দ্রের সব অনিয়ম রোধ ও শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য আপনাদের দায়িত্ব পালনে কোনো শিথিলতা বরদাশত করা হবে না। আইনসিদ্ধ না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। প্রশ্নবিদ্ধ নির্বাচন করে আমরা নিজেদের কলঙ্কিত করতে চাই না। আমি জানি, আপনাদের কেউই সেই কলঙ্কের ভাগিদার হতে চাইবেন না।

এদিকে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রে বৈধতা পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, সাবেক মন্ত্রী মীর নাছির, সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনিসহ ৮২ প্রার্থী।সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর (রোববার) তাদের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে তারা নির্বাচন কমিশনে আপিল করেন।চট্টগ্রাম-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিমানমন্ত্রী মীর নাছির উদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সরকারের চাপে রিটার্নিং কর্মকর্তা বাতিল করতে বাধ্য হয়েছেন। আপিলে প্রার্থিতা দেবে বলে আশা করি। পটুয়াখালী-৩ আসনের প্রার্থী গোলাম মওলা রনি বলেন, সামান্য ভুলের কারণে বাতিল হয়েছে। এটা বাতিলের মতো ভুল ছিল না, যেখানে ইসি থেকে ছোট ভুলের জন্য বাতিল না করার নির্দেশনা দিয়েছে। ফলে আশাবাদী। কমিশনের প্রতি আস্থা আছে। আশা করি আমি নির্বাচন করার সুযোগ পাবো।বগুড়া-৪ আসনের প্রার্থী হিরো আলম বলেন, আশা করি নির্বাচন কমিশনে ন্যায়বিচার পাবো। অনথ্যায় আমি আদালতে যাবো। মন্ত্রী-এমপিরা চায় না। রাজারা চায় না প্রজারা রাজা হোক। জিরো থেকে হিরো হয়েছি। ষড়যন্ত্র করে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শেষ পর্যন্ত লড়াই করে যাবো।