ঋণ খেলাপীর পর এবার তথ্য গোপনের উভিযোগ উঠেছে জাতীয় পার্টি মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে। পটুয়াখালী বন বিভাগের দায়ের করা একটি মামলার তথ্য গোপন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই মামলায় বন বিভাগ ৩ লাখ ৯৫ হাজার ৬৯৯ টাকা তার কাছে দাবি করে ২০১৭ সালে একটি মামলা করে এবং ওই মামলায় তিনি নিয়মিত হাজিরা দিয়ে আসছেন। ২০১৯ সালের ১৭ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ ও নির্ধারিত আছে। বিষয়টি তিনি তাঁর হলফ নামায় উল্লেখ করেননি।

পটুয়াখালী টাউন কালিকাপুর এলাকার জনৈক আবুল কালাম মৃধা এ ব্যাপারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্ণিং অফিসারের কাছে রবিবার একটি লিখিত অভিযোগ দায়ের করেন।রুহুল আমিন হাওলাদার ২৮ নভেম্বর জেলা রিটার্ণিং অফিসারের কাছে পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি) আসনে জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচনের জন্য জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্রের ৩ (খ) কলামে প্রার্থীর বিরুদ্ধে কোন ফৌজদারি মামলা থাকলে তার বিবরণ উল্লেখ করার বাধ্যবাধকতা রয়েছে। ওই কলামে তিনি দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত ৩ মামলার বিবরণ উল্লেখ করলেও বন বিভাগের মামলা নং ১/বন/৯৩ নং সার্টিফিকেট মামলাটির তথ্য উল্লেখ করেননি। উক্ত মামলা সূত্রে জানা গেছে,‘বন তাপসী’ নামের পটুয়াখালী বন বিভাগের একটি লঞ্চ তিনি অবৈধভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করে ক্ষতিসাধন ৩ লাখ ৯৫ হাজার ৬৯৯ টাকা করেন। এ ঘটনায় ততকালীন দূর্নিতী দমন ব্যুরো এ ঘটনার তদন্ত করে তার বিরুদ্ধে অভিযোগের প্রমান পেয়ে ০২-১২-১৯৯১ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন দাখিল করেন। কার্যকরি ব্যাবস্থা গ্রহনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বনমন্ত্রনালয় পাঠানো হয়ে। এরই ধারাবাহিকতায় ১৫-১০-১৯৯৩ সালে তার বিরুদ্ধে সার্টিফিকেট মামলা হয়। দীর্ঘ ২৫ বছর ক্ষমতার অপব্যাবহার করে তিনি কোন ক্ষতিপুরন দেননি। এমনকি তিনি নিজে একবারও আদালতে হাজিরা দেননি। তার পক্ষে জনৈক নুরুল ইসলাম বশির ১৩-০২-১৮ সালে হাজিরা দেন। এ ব্যাপারে জেলা প্রশাসনের কেউ কথা বলতে রাজি হন নি। জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।