‘‘নারীর কথা শুনবে বিশ্ব-কমলা রঙে নৃতন দৃশ্য’’ এই প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী ‘নলেজ ফেয়ার’ মেলা অনুষ্ঠিত হয়। দিনভর পাবনা শহরের প্রাণকেন্দ্র খামার বাড়ী চত্ত্বরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও প্রচারাভিযান পক্ষ উপলক্ষে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির (মেজনিন) উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন এবং সম্পানী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) গৌতম কুমার বিশ্বাস। দিন্যবাপী মেলায় আলোচনাসভা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা, পথ নাটক, গণ সাক্ষর অভিযান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর, সিসিডিবি, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা, আয়শা অবেদ ফাউন্ডেশন, ওয়াইডাব্লিউসিএ, নাজমুন ফ্যাশান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ৭টি ষ্টলে নারী নির্যাতন প্রতিরোধ, যৌন হয়রানী, ধর্ষন, বাল্য বিয়ে, সাইবার বুলিং বন্ধ ও করনীয় সম্পর্কিত নানা তথ্য উপাত্ত প্রদর্শন এবং লিফলেট বিতরণ করা হয়। মেলায় উপস্থিত নারী-শিশু, শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবি, সাংবাদিক, এনজিও কর্মিসহ নানা পেশার মানুষকে ‘নারী ও শিশু নির্যাতনকে না বলি সম্বলিত শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন।

উদ্ধোধনী ও সমাপনী পর্বে সভাপতিত্ব করেন যথাক্রমে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ আজহার আলী ও জেলা ব্র্যাক প্রতিনিধি আলমাছুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সংবাদপদ্র পরিষদের সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির প্রধান কার্যালয়ের প্রোগ্রাম ম্যানেজার সাইদা বিলকিস বানী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ আইরিন জাহান, যৌণ হয়রানী নির্মূল করণ নেটওয়ার্ক এর আহবায়ক ও বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সারাধন সম্পাদক এড. কামরুন্নাহার জলি, শহীদ আহম্মদ রফিক উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, পুলিশ লাইনস স্কুলের প্রধান শিক্ষক বাবুল আক্তার। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক জিল্লুর রহমান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি সিনিয়র ব্যবস্থাপক মি. লুইস গমেজ, সিসিডিবির এরিয়া ম্যানেজার ড. নাঈমা ইসলাম, ওয়াইডাব্লিউসিএ‘র হেনা গোস্বামী, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার, জেলা শিক্ষা অফিসের প্রশিক্ষন সমন্বয়কারী মোঃ সাইফুজ্জামান খান, সুচিতার নাসরিন পারভীন প্রমুখ। দিনব্যাপী মেলার অনুষ্ঠান সঞ্চালন করেন নেটওয়ার্ক সদস্য, সাংবাদিক কামাল সিদ্দিকী এবং তদারকি করেন মেজনিন এর সেক্টর স্পেশালিষ্ট হাসিনা আখতার।