ওমানে শ্রম আইন লঙ্ঘন করায় এ পর্যন্ত ৫০০ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির সরকার। তাদের মধ্যে বাংলাদেশি প্রবাসীরাও রয়েছেন। তবে কতজন বাংলাদেশি রয়েছেন, তা জানা যায়নি। ওমানের মানবসম্পদ মন্ত্রণালয় ও স্পেশাল ট্রাস্ক ফোর্সের সমন্বয়ে গঠিত দেশটির রয়েল পুলিশের অভিযানে ওই প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

সরকারি সূত্রের বরাত দিয়ে ‘ওমান ডেইলি ওবজারভার’ জানিয়েছে, দেশটির সিব থানা পুলিশ এ পর্যন্ত ১৬৫ বিদেশি নাগরিককে শ্রম আইন লঙ্ঘন ও রেসিডেন্স পারমিট না থাকায় গ্রেপ্তার করেছে। এ ছাড়া সালালাহ শহরের দোফার পুলিশ শ্রম আইন লঙ্ঘন এবং বিদেশি নাগরিক আইন লঙ্ঘনের কারণে ১৭৬ জন এশীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ওমানের শিব এলাকার আল শাহরাদির কিছু বাড়ি এবং কর্মস্থল থেকে ১৪৭ জন প্রবাসীকে শ্রম আইনের আওতায় আটক করেছে দেশটির রয়েল পুলিশ।