২০১৬-২০১৭ অর্থ বছরে জাতীয় পর্যায়ে পাবনা জেলার ‘সেবা’ খাতে সর্ব্বোচ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রদানকারী হিসেবে পাবনা প্যারাডাইস সুইটস‘কে ক্রেষ্ট ও সন্মানাপত্র পত্র প্রদান করা হয়েছে। ১০ ডিসেম্বর কাস্টমস্ এক্সাসাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে বাংলাদেশ কর্মচারী কল্যান বোর্ডের সম্মেলন কেন্দ্রে ‘রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে ভ্যাটের গুরুত্ব শীর্ষক সেমিনার ও আলোচনা অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি অডিট ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন, আয়কর, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মিজ আরিফা শাহানা প্যারাডাইস সুইটস এর পরিচালক এবিএম সামসুজ্জোহা লাল বাবুর হাতে ক্রেষ্ট ও সন্মাননাপত্র তুলে দেন। রাজশাহী কাষ্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর কমিশনার মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আমিনুল ইসলাম, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন (বিপিএম-বার) রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার ড. খন্দকার মোঃ ফেরদৌস আলম, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার (বিপিএম), র‌্যাব-৫ এর পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম ( পিএসসি, পিপিএম), রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টি‘র সভাপতি মোঃ মনিরুজ্জামান।