বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তার ভাবমূর্তি ক্ষুন্ন ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কাজে বিঘœ সৃষ্টির জন্য বানোয়াট ফোনালাপের অডিও প্রচার করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।বিবৃতিতে খন্দকার মোশাররফ বলেন, সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, অনলাইন ও বিভিন্ন গণমাধ্যমে থাইল্যান্ড ভিত্তিক একটি পোর্টালের বরাত দিয়ে আমার সাথে জনৈক মেহমুদ এর কথোপকথনের একটি বানোয়াট ফোনালাপের অডিও রেকর্ড প্রচার করা হচ্ছে। এই অডিও রেকর্ড আমার ভাবমূর্তি নষ্ট, নির্বাচনের কাজে বাধা এবং বিব্রত করার জন্যই প্রকাশ ও প্রচার করা হচ্ছে। মেহমুদ নামের এই ব্যক্তি বা অডিও রেকর্ডে কথিত কোনো আইএসআই’য়ের কাউকে বা কোনো কর্মকর্তাকে আমি চিনি না। এদের সঙ্গে কখনোই এ ধরনের কথোপকথন হয়নি।তিনি আরও জানান, সংসদ নির্বাচনের প্রচারণার কাজে ব্যস্ত থাকায় অডিও রেকর্ডের ব্যাপারে প্রেস ব্রিফিং করতে পারছেন না। তিনি অডিও রেকর্ডটি প্রচার বন্ধে সংশ্লিষ্ট মহলকে অনুরোধ জানান।