গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের বিএনপি দলীয় প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নানের নির্বাচনী প্রচার ও গণসংযোগ চলাকালে শুক্রবার সন্ধ্যায় হামলা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। এতে ধানের শীষের প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নানসহ অন্ততঃ ১০জন নেতা-কর্মী আহত হয়। হামলায় তার গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ঘটনায় বিএনপির সাফাইশ্রীস্থ কার্যালয়ে তাৎক্ষনিক আয়োজিত এক সংবাদ সম্মেলনে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থিত আওয়ামীলীগ ও যুবলীগকে দায়ী করেছে বিএনপি’র প্রার্থী ও নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপি দলীয় প্রার্থী বিএনপি স্থায়ী কমিটি সদস্য প্রয়াত ব্রিগেডিয়ার হান্নান শাহ্’র পুত্র শাহ্ রিয়াজুল হান্নান তার কর্মী সমর্থকদের নিয়ে শুক্রবার সন্ধ্যায় উপজেলার সন্মানিয়া ইউনিয়নের আড়াল বাজার এলাকায় নির্বাচনী প্রচার ও গণসংযোগ করছিলেন। এসময় স্থানীয় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শ্যামল, ছাত্রলীগ নেতা লিখন, জাকারিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা লাঠিসোটা নিয়ে শাহ্ রিয়াজুল হান্নানের উপর আক্রমন করেন। হামলাকারীরা তার গায়ের পাঞ্জাবী ছিড়ে ফেলে এবং মারাত্বক ভাবে আহত করে। সন্ত্রাসীরা তার গাড়িও ভাংচুর করে। আড়াল বাজারের তিন স্থানে তিনি হামলার শিকার হন। হামলায় বিএনপি প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান, ঢাকা বিশ^বিদ্যালয় এফ রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মাসুম বিল্লাহ্, বারিষাব ইউনিয়ন ছাত্রদল নেতা আশিক, সন্মানিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম- সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জাবেদ হোসেন সহ অন্তত পক্ষে ১০ নেতা-কর্মী মারাত্বক ভাবে আহত হয়েছেন বলে নেতৃবৃন্দ জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাবেক সভাপতি ফ ম এমদাদুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাস্টার, যুগ্ম-সম্পাদক আফজাল হেসেন বেপারী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. এমদাদুল হক লাল, অ্যাড. মতিউর রহমান, আজগর হোসেন খান, আরিফুর রহমান, অ্যাড. আজিজুল হক বাবুল প্রমূখ ।

সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, বিনা উস্কানীতে উপজেলার সর্বত্র আওয়ামীগের কর্মীরা আমাদের কর্মীদের উপর হামলা, অফিস ভাংচুর, পোস্টার ছিড়ে আগুন লাগিয়ে দিচ্ছে। বিভিন্ন জায়গায় প্রচারের মাইক আটক করছে এবং বাড়ি বাড়ি গিয়ে নেতা-কর্মীদের হুমকী দিচ্ছে। পরিকল্পিত ভাবে ঘটনা সাজিয়ে গায়েবী মামলা দিয়ে গ্রেফতার করে হয়রানী করছে। তারা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরীর জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহবান জানান। পরে শাহ্ রিয়াজুল হান্নানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা ও কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিকের সাথে দেখা করে লিখিত অভিযোগ করেন।