২০১৬ সালে ভারতে বসেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরের ট্যাক্স বাবদ প্রায় ২৩ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ১৬০ কোটি রুপি ক্ষতিপূরণ হিসিবে পরিশোধ করাতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) আলটিমেটাম দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। আগামী ১০ দিনের মধ্যেই এই অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।

আইসিসির অন্য সব গ্লোবাল ইভেন্টের মতো দুই বছর আগে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রচারস্বত্বও ছিল স্টার টিভির। আয়োজনের সময় বিসিসিআই কথা দিয়েছিল ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ট্যাক্স পরিশোধের ক্ষেত্রে উল্লেখিত অর্থ ছাড় না পেলে বোর্ডই ক্ষতিপূরণ বাবদ আইসিসিকে টাকাটা পরিশোধ করবে। বিসিসিআই সরকার কর্তৃক ট্যাক্স মওকুফ করাতে ব্যর্থ হলেও সিদ্ধান্ত অনুযায়ী আইসিসিকে প্রচারস্বত্বের অর্থ পরিশোধের ক্ষেত্রে এই টাকা কেটে রেখে দেয় স্টারটিভি । আর এর ফলে পুরো টাকাই আইসিসিকে লোকসান গুনতে হয়। বিষয়টি নিয়ে গত অক্টোবরে সিঙ্গাপুরে অনুষ্ঠিত সভায় বিসিসিআইকে আনুষ্ঠানিক ভাবে জানিয়েছিল আইসিসি। কিন্তু বিসিসিআই যথাসময়ে আইসিসি থেকে চিঠি না পাওয়ার কথা বলছে। আইসিসি সতর্ক করে বলেছে অর্থ পরিশোধ না করলে বিসিসিআইয়ের এই বছরের রাজস্ব আয় থেকে টাকাটা কেটে নেওয়া হবে।আইসিসি আর বিসিসিআইয়ের এই টানাপড়েনের ফলে ভারতে নির্ধারিত ২০২১ টি-টোয়েন্টি ও ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজন করা ঝুঁকির মুখে পড়তে পারে।