গাজীপুরে পৃথক দু’টি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও বিদেশী বিয়ার উদ্ধার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। এসময় তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। র‌্যাব-১ সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন ঈশ্বরদা গ্রামের জনৈক সাইফুল ইসলামের বাড়ীর সামনের রাস্তায় কয়েক মাদক ব্যবসায়ী শনিবার রাতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ গোপন খবর পেয়ে র‌্যাব-১’র একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। র‌্যাব সদস্যরা অভিযানকালে মোটর সাইকেল আরোহী মোঃ জুনায়েদকে (২৭) একটি ট্রাভেল ব্যাগসহ আটক করে। এসময় তার কাছ থেকে ৩৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩৩ লাখ টাকা। সে চট্রগ্রামের সাতকানিয়া থানার বারোদোলা এলাকার মোঃ আসহাব মিয়ার ছেলে। মাদক ব্যবসায়ী জুনায়েদ দীর্ঘদিন যাবৎ চট্রগ্রাম হতে রাজধানীর বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় করে আসছিল। ইয়াবার ওই চালানটি ঢাকাস্থ জনৈক মোঃ তুহিন ও মোছাঃ সুফিয়াদের কাছে পৌছে দেওয়ার কথা ছিল বলে জুনায়েদ র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

এদিকে রবিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকার জনৈক মোঃ ইব্রাহীম মিয়ার বাড়ির সামনে কয়েক মাদক ব্যবসায়ী বিদেশী বিয়ার ক্রয়-বিক্রয় করছে। এ গোপন পেয়ে র‌্যাব-১’র স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন’র নেতৃত্বে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। র‌্যাব সদস্যরা অভিযানকালে ২৪ ক্যান বিদেশী বিয়ারসহ গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকার মোঃ হারুন অর রশিদের ছেলে মাসুম সিকদার (১৮) ও একই এলাকার শ্রী নিরঞ্জন চন্দ্র বর্মনের ছেলে শ্রী কার্তিক চন্দ্র বর্মনকে (১৯) আটক করে। তারা দীর্ঘদিন যাবৎ চোরাইপথে বিদেশী মাদক আমদানি করে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল।