পাওনা বেতন-ভাতার দাবিতে রাজধানীর মিরপুরের কালশী ও পল্লবীতে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। শ্রমিকদের এ অবস্থানের ফলে মিরপুর-১০ থেকে ১৪ পর্যন্ত পুরো সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৯টার পর থেকে শ্রমিকরা রাস্তায় অবস্থান নেন। পাওনা বেতন-ভাতার দাবিতে মিরপুর ৬, ৭ ও ১২ নম্বরের রাস্তায় অবস্থান নেন শ্রমিকরা। এর ফলে দীর্ঘ সময়ের জন্য রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজট সৃষ্টি হয়। তবে কোনো ভাঙচুরের খবর পাওয়া যায়নি।

তবে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, শ্রমিকরা রাস্তায় নেমে এলেও তারা অবস্থান নেননি। কিছুক্ষণ পরেই পুলিশের হস্তক্ষেপে তারা রাস্তা থেকে সরে যান এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।