গাজীপুরের শ্রীপুর উপজেলায় সাহারা কম্পোজিট নামে এক জুট মিলে আজ সোমবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে জয়দেবপুর, শ্রীপুর ও ভালুকা ফায়ার সার্ভিসের আটটি ইউনিট চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কারখানার ভেতরে থাকা সব মালামাল পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, উপজেলার কেওয়া বাজার এলাকায় সকাল পৌনে ৬টার দিকে সাহারা কম্পোজিট কারখানার পাটের গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন মুহুর্তে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং গুদামে থাকা পাট, সুতা পাটজাত পণ্যসহ বিভিন্ন মালামালে ছড়িয়ে যায়।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি, শ্রীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং ভালুকা ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। তাদের সম্মিলিত চেষ্টায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতের কোনো খবর নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।