একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর পক্ষে বালিগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি-জামায়াতসহ সাধারণ মানুষ একাট্টা হয়েছে। বিগত সময়ে বর্তমান সরকারের আমলে রেকর্ড সংখ্যক উন্নয়ন কাজ হয়েছে এই ইউনিয়নে। নিজাম হাজারী বিশ্বস্ত সহযোগি বালিগাঁও এর কৃতি সন্তান জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শুসেন চন্দ্র শীলের নেতৃত্বে বিগত দশ বছরে এই ইউনিয়নে ১৬৩ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়েছে। এর মধ্যে রয়েছে গ্রামীণ সড়ক, পুল-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, শহীদ মিনার, মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, মসজিদ-মন্দির, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন গ্রামীণ অবকাঠামো। অতীতের যে কোনো সময়ের চেয়ে আইন-শৃংখলা পরিস্থিতি ছিল অনেক ভালো। ছিলো সৌহাদ্যপূর্ণ সহাবস্থান। উন্নয়নের এই ধারাবাহিকতা এবং এলাকার শান্তি ও সম্প্রীতির বন্ধন বজায় রাখতে তাই দলমত নির্বিশেষে এলাকায় সকল শ্রেণী- পেশার মানুষ নৌকা প্রতীকের প্রার্থী নিজাম হাজারীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছে।
এ লক্ষ্যে ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ও বাড়িতে বাড়িতে গণসংযোগ ও উঠান বৈঠকে স্থানীয় উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকার পক্ষে ভোট চাওয়া হচ্ছে। এসব গণসংযোগ ও উঠান বৈঠকে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের পাশাপাশি স্থানীয় বিএনপি-জামায়াতসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেছেন।এ প্রসঙ্গে জানতে চাইলে আকরামপুর ওয়ার্ডের ইউপি সদস্য বিএনপি নেতা ফয়েজ পাটোয়ারী জানান, আমি যদিও বিএনপি করে থাকি। তবুও উন্নয়নের স্বার্থে আমরা আমাদের ইউনিয়নের নৌকার পক্ষে কাজ করছি। বিগত সময় আমাদের বালিগাঁওএর কৃতি সন্তান জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের গতিশীল নেতৃত্বে এলাকার রাস্তা-ঘাট, পুল-কালভার্ট ও গ্রামী অবকাঠামোর অভাবনীয় উন্নয়ন হয়েছে।স্থানীয় জামায়াত নেতা সিরাজুল ইসলাম বলেন, আমরা দল বুঝি না। এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ আছি। নৌকা প্রতীককে সর্বোচ্ছ ভোট দিয়ে বালিগাঁওয়ের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে চাই। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল বলেন, বালিগাঁওতে স্বাধীনতার পর যে উন্নয়ন হয়নি ফেনীর উন্নয়নের কান্ডারী নিজাম হাজারীর সহযোগিতায় বিগত দশ বছরের তার কয়েকশ গুণ বেশি উন্নয়ন হয়েছে। তাই বালিগাঁওর মানুষ আজ দলমত নির্বিশেষে উন্নয়নের পক্ষে তথা উন্নয়নের প্রতীক নৌকার পক্ষে একজোট হয়েছে। আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে বালিগাঁও ভোটাররা নৌকার ব্যালেটে সিল মারার সিদ্ধান্ত নিয়েছে।