কুষ্টিয়ার দৌলতপুরে খলিল মন্ডল (৫৪) নামে এক আনসার কমান্ডারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ফারাকপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আনসার কমান্ডার খলিল মন্ডল একই গ্রামের মৃত সুজান মন্ডলের ছেলে।তিনি নির্বাচনকালীন সহকারী প্লাটুন কমান্ডারের দায়িত্বে ছিলেন বলে দৌলতপুর আনসার ও ভিডিপি কর্মকর্তা হামিদা খানম জানিয়েছেন।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, সকালে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ে ডিউটিতে যাওয়ার সময় ফারাকপুর গ্রামের আজের আলীর ছেলে জাদু মিয়াকে নির্বাচনের ডিউটি না দেয়ায় খলিল মন্ডলের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাদু মিয়া ক্ষুব্ধ হয়ে আনসার কমান্ডার খলিল মন্ডলের গলায় জড়ানো মাফলার টেনে ধরলে শ্বাসরোধ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক খলিল মন্ডলকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত খলিল মন্ডলের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।দৌলতপুর থানা পুলিশের সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) শাহাদত হোসেন জানান, প্রতিবেশী জাদু মিয়ার সঙ্গে বিরোধের জের ধরে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির একপর্যায়ে খলিল মন্ডলের গলায় জড়ানো মাফলারে ফাঁস লেগে আনসার সদস্য খলিল মন্ডল মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে থানায় হত্যার অভিযোগ দিলে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।