ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা-চরভদ্রাসন) আসনে নির্বাচন পরবর্তী বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ’র সমর্থকদের সাথে বর্তমান স্বতন্ত্র এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এর পর থেকেই গ্রামটিতে পুরুষ শুন্য হয়ে পড়েছে। বর্তমানে নারীরা বাড়ীতে থাকলেও তাদের চোখে মুখে অজানা আতংকের ছাপ।

পুলিশ ও স্থানীয় ভাবে জানাযায়, ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া, মানিকদহ, কালামৃধা ও সদরপুরের চরমানাইর ইউনিয়নে শতাধিক বাড়ী ভাংচুর ও লুটপাট হয়েছে। এরমধ্যে নজীর বিহিন ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে ভাঙ্গার কাউলীবেড়া ইউনিয়নের খাটরা গ্রামে। এ গ্রামের কমপক্ষে ১৫টি বাড়ী ভাংচুর ও লুটপাট হয়েছে বলে অভিযোগ করেছে এমপি নিক্সন চৌধুরীর সমর্থকেরা। এসময় তারা ১২/১৫টি বাড়ী ভাংচুর করে। হামলাকারীরা ভাংচুরের পাশাপাশি ঘরের মূল্যবান জিনিষপত্র লুটে নিয়ে যায়। স্থানীয় ইউপি মেম্বার শহিদ মিয়া জানান, নির্বাচনের দিন ও পরের দিন কাজী জাফরউল্লাহ’র সমর্থকেরা আমাদের গ্রামে হামলা করে বাড়ী ঘর ভাংচুর করে ব্যাপক লুটপাট চালায়। এদিকে, খাটরা গ্রামে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের পর গ্রামজুড়ে অজানা আতংক বিরাজ করছে। দিনের বেলাও গ্রামে পুরুষ মানুষের দেখা মিলছে না। পুনরায় হামলার ভয়ে অনেকেই গ্রাম ছেড়ে পালিয়েছে। ভাঙ্গা থানার এসআই পিযুষ কান্তি হালদার জানান, বর্তমানে এলাকা শান্ত রয়েছে। পরিবর্তীতে আর কোন সহিংসতা না ঘটে সে জন্য পুলিশ মোতায়েন রয়েছে।