২০১৮ বিদায়ী বছরে উন্নয়নের বৈপ্লবিক হাওয়া রয়েছে ফেনীতেও। ‘উন্নয়নের মহাসড়কে দেশ’ এ প্রতিপাদ্য বাস্তবায়নে সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বছরে শত শত কোটি টাকার বেশ কিছু উন্নয়ন কর্মযজ্ঞ দৃশ্যমান হয়েছে।

এ তালিকায় বৃহৎ মেগাপ্রকল্প মহিপাল ফ্লাইওভার, ফতেহপুর ওভারপাস, ফেনী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র ও ফেনী জেলা কারাগার রয়েছে। দৃশ্যমান এসব উন্নয়নে ফেনী ছাড়াও দেশের অর্থনৈতিক অঞ্চলে গতি ফিরেছে। শতভাগ বিদ্যুতায়নও হয়েছে গেলো বছর।সূত্র জানায়, গত বছরের ৬ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহিপালে ১শ ৮২ কোটি টাকা ব্যয়ে দেশের প্রথম ৬ লেইন ফ্লাইওভার উদ্বোধন করেন। ৪ আগস্ট গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ হাজার ৮শ ৬১.৪৮ লাখ টাকা ব্যয়ে ফতেহপুর রেলওয়ে ওভারপাস ১৪ আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্প বাস্তবায়ন করে বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন, ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেড।

এছাড়া ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেনীতে ৩শ ৬৮ কোটি টাকা ব্যয়ে তিনটি প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পগুলোর মধ্যে ফেনী শহরতলীর রানীরহাটে সুবিশাল পরিসরে অত্যাধুনিক মানের ৩৮ কোটি টাকা ব্যায়ে জেলা কারাগার, ২শ ৫৫ কোটি টাকা ব্যয়ে সদর উপজেলার ১২টি ইউনিয়নে শতভাগ বিদ্যুতায়ন ও সোনাগাজীতে ছোট ফেনী নদীর উপর প্রায় ৭৫ কোটি টাকা ব্যয়ে ৪শ ৭৫ মিটার দীর্ঘ সাহেবের ঘাট সেতু।