ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়েবসাইট হ্যাক করার পর তাকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে বলেন ফ্রান্সের হ্যাকার রবার্ট ব্যাপতিস্তে। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, হ্যাকিংয়ের সময় তিনি এলিয়ট অ্যাল্ডারসন ছদ্মনাম ব্যবহার করেন। মোদিকে এক টুইট বার্তায় ব্যাপতিস্তে বলেন, ভারতের প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে কোনও এক ব্যক্তির অবৈধ অনুপ্রবেশ ঘটেছে। তিনি প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে একটা সাধারণ টেক্সট ফাইল আপলোড করে রেখেছেন। প্রধানমন্ত্রীকে সাবধান করার জন্যই এমনটা করা হয়েছে।

আরেকটি টুইট বার্তায় তিনি দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রীর ওয়েবসাইট পর্যবেক্ষক দলের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের সঙ্গে ব্যাপতিস্তের কথোপকথন যথাযথ ছিল বলেও উল্লেখ করেছেন তিনি।

গণমাধ্যমটি জানায়, ব্যাপতিস্তে ভারতে অপরিচিত নাম নয়। এর আগে আধার কার্ড এবং আধার অ্যাপ্লিকেশনের ওয়েবসাইটে যে ত্রুটি থেকে গেছে, তা বলে ভারত সরকারকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।