গাজীপুরে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করেছে। তাকে হত্যার পর তার স্বামী লাশ ঝুলিয়ে রাখে বলে নিহতের স্বজনদের দাবী। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। নিহতের নাম আফরোজা আক্তার পুষ্প (২১)। সে ফেনীর ছাগলনাইয়া থানার পশ্চিম শিলুয়া গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহর মেয়ে।

টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন ও নিহতের ভাই আব্দুল হক জানান, প্রায় দু’বছর আগে ফেনীর পরশুরামপুর থানার দক্ষিণ বাউরকুমা এলাকার মৃত ফয়েজ আহমেদের ছেলে লিটন মিয়ার (৩০) সঙ্গে বিয়ে হয়। চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আফরোজা ও একমাত্র সন্তান জান্নাতুলকে নিয়ে লিটন গাজীপুরের টঙ্গীতে ঝিনু মার্কেট এলাকায় মোতালেবের বাড়িতে ভাড়া থাকে। লিটন স্থানীয় জাবের-জোবায়ের পোশাক কারখানায় স্টোরকীপার পদে চাকুরি করে। পারিবারিক বিষয়াদি নিয়ে শুক্রবার রাতে বাগবিতন্ডার এক পর্যায়ে লিটন তার স্ত্রীকে মারধর করে। এ ঘটনার পর রাতে প্রতিবেশীরা বাসার একটি কক্ষে আফরোজার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ওই কক্ষের দরজা ভেঙ্গে আফরোজাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ শনিবার ময়না তদন্তের জন্য নিহতের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ লিটন মিয়াকে আটক করে। শনিবার নিহতের ভাই আব্দুল হক বাদী হয়ে হত্যার অভিযোগে নিহতের স্বামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।