গাজীপুরের টঙ্গী বাজার ও আশপাশ এলাকা বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট ও র‌্যাব-১ সদস্যরা রবিবার যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ৪৬৯টি পাখি জব্দ করেছে। এ সময় ১০জনকে আটক করা হয়। পরে সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেওয়া হয়েছে।

বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান, রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত র‌্যাব-১ ও বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের সদস্যরা গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী বাজার ও আশপাশ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় তারা ১০ জনকে আটক এবং বিভিন্ন প্রজাতির ৪৬৯টি পাখি জব্দ করা হয়। জব্দকৃত পাখিগুলোর মধ্যে ময়না ২টি, টিয়া ৭১টি, মুনিয়া ১৮৫টি, কালিম ৬টি, ঘুঘু ১২০টি ও শালিক ৮৫টি রয়েছে। পরে সন্ধ্যায় তাদের বিরুদ্ধে ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করা হয়। র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম অবৈধভাবে দেশীয় পাখি আটক ও বিক্রির অভিযোগে আটককৃতদের বিভিন্ন মেয়াদে (এক থেকে ৬ মাসের) কারাদন্ড প্রদান প্রদান করে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। জব্দকৃত পাখিগুলো র‌্যাব সদর দপ্তর ও সংসদ ভবন এলাকায় অবমুক্ত করা হয়।

অভিযানকালে বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক ও আব্দুল্লাহ আল সাদিকসহ র‌্যাব-১ এর সদস্যরা উপস্থিত ছিলেন।