পাবনার আতাইকুলার শ্রীপুর বাজারে ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমানকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভূক্ত আসামী বিএনপি নেতা রবিউল ইসলাম রবিকে রোববার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত যুবলীগ নেতা হাফিজুর রহমানের ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে রোববার সকালে ১৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মামলা দায়েরের পর পুলিশ আসামী ধরতে অভিযোনে নামে। গোপন সংবাদের ভিত্তিত্বে শহর থেকে পুলিশ জেলার আটঘরিয়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিকে গ্রেপ্তার করা হয়। সে শহরের জয়কালীবাড়ির সামনে ল্যাব এইড’র প্রশাসনিক কর্মকর্তা।

জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জানান, আটঘরিয়া থানা বিএনপি’র যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম রবিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়টি আমার জানা নেই।

প্রসঙ্গত, শনিবার রাতে আতাইকুলা থানার লক্ষীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারে প্রতিপক্ষের লোকজন হাফিজুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সে রাত ৯ টায় মারা যায়।