সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড গঠনের লক্ষ্যে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

কমিটির অন্য সদস্যরা হলেন, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ পরীক্ষার নিমিত্ত ইতিপূর্বে গঠিত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠনের প্রস্তাব আজ মন্ত্রিসভা অনুমোদন করেছে। এর আগে এ কমিটর সদস্য ছিলেন পাঁচজন। এবার সড়ক ও সেতুমন্ত্রী এবং কৃষিমন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।সচিব এক প্রশ্নের জবাবে বলেন, এ কমিটি পরীক্ষা-নিরীক্ষা শেষে যে সুপারিশ করবে তার আলোকেই মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে।