গাজীপুরের অস্ত্রধারী এক শীর্ষ সন্ত্রাসীকে বৃহষ্পতিবার গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তলসহ দু’টি ম্যাগজিন ভর্তি গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ এক ডজনেরও বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। তার নাম রিপন লস্কর (৩৭)। সে গাজীপুর সদর থানার ভোড়া এলাকার হাসান লস্করের ছেলে।

র‌্যাব-১’র স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, বৃহষ্পতিবার ভোর রাতে কতিপয় অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী গাজীপুর সদর থানাধীন ভোড়া এলাকায় অবৈধ অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এ গোপন খবর পেয়ে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে রিপন লস্করকে আটক করে। এসময় তার শরীরে তল্লাশি চালিয়ে কোমর থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ভর্তি দুইটি ম্যাগজিন এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গাজীপুর জেলার একজন অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে গাজীপুর জেলার বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, জমি দখল, মাদক এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে প্রায় ১৫/১৬ টি মামলা রয়েছে।