আগামী মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী হয়ে ছাত্রলীগ সত্তরের দশকের মতো আবারও ডাকসুর নেতৃত্ব দিবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তোফায়েল আহমেদ।

ঊনসত্তরে গণঅভ্যুত্থানের সময় ডাকসুর ভিপির দায়িত্ব পালন করা তোফায়েল আহমেদ বলেন, ছাত্রলীগের মধ্যে যে ঐক্য স্থাপিত হয়েছে, আবার ওই ৬৭-৬৮-এর মতো ছাত্রলীগ বিজয়ী হয়ে ডাকসুকে নেতৃত্ব দিবে, এটিই আমার প্রত্যাশা।

সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, সত্তরের মতোই গণজোয়ারের মাধ্যমে যেভাবে বঙ্গবন্ধুকে বিজয়ী করে আমরা স্বাধীনতা এনেছি, সেভাবেই এবার শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে মানুষ বিজয়ী করেছে। উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শুধু দেশের নয়, সারা বিশ্বের নেতায় পরিণত হয়েছেন।

এ অনুষ্ঠানে ছাত্রলীগের সাবেক নেতারা উপস্থিত ছিলেন। পরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর কারণে ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন স্থগিত করা হয়েছিল।