ফেনী শহরে নিখোঁজের ১২ ঘণ্টা পর নির্মাণাধীন বাড়ির মাটির নিচ থেকে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সাব্বিরসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার সকালে শহরের পাঠানবাড়ি এলাকার নির্মাণাধীন বাড়ির মাটির নিচ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত স্কুলছাত্রের নাম ইয়াছিন আরাফাত। সে ফেনী পুলিশ লাইনস স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র এবং প্রবাসী মো. জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও ইয়াছিনের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত নয়টার দিকে শহরের পাঠানবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় ইয়াছিন। অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে এলাকায় মাইকিং করে তার পরিবার। আজ সোমবার সকালে নির্মাণাধীন বাড়ির মাটির নিচে পুঁতে রাখা আরাফাতের পায়ের একটি অংশ ও সেন্ডেল দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ফেনী জেলার পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। কি কারণে স্কুলছাত্রকে হত্যার পর পুঁতে রাখা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।