খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর সদস্যরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শিলাছড়ি ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, লংগদু ও নানিয়ারচর উপজেলায় জেএসএস নেতাদের হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুপার জ্যোতি চাকমার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। মামলা হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

গতকাল যৌথবাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন জ্যোতি চাকমা শিলাছড়ির দিকে যেতে পারেন। এই খবরের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা শিলাছড়ি ক্যাম্প এলাকায় অবস্থায় নেন। পরে রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে করে শিলাছড়ি যাওয়ার পথে সুপার জ্যোতি চাকমাকে গ্রেপ্তার করে যৌথবাহিনীর সদস্যরা। ওসি আরও জানান, গ্রেপ্তার সুপার জ্যোতি চাকমাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ২০১৭ সালের এক জানুয়ারি নিজ বাসা থেকে অস্ত্র ও গুলিসহ আটক হন উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা। পরে আদালতের মাধ্যমে জামিন নিয়ে মুক্ত হন তিনি।