গাজীপুরে এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে রবিবার দায়িত্বে অবহেলার অভিযোগে এক কেন্দ্রের চার কক্ষ পরিদর্শককে বহিস্কার করা হয়েছে। তারা হলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের বাঘিয়া মমিন উদ্দিন সরকার একাডেমীর সহকারি শিক্ষক মো. রফিকুল ইসলাম, মাহিন প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক আফজালুল হক, আমবাগ নজরদীঘি নাদের আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রণয় সরকার এবং একই প্রতিষ্ঠানের শিক্ষক মো. শাহীন আলম।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. আবু নাসের উদ্দিন জানান, রবিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এমএ কুদ্দুছ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ভেন্যু-২ (কোনাবাড়ি ডিগ্রী কলেজ)-এর ৩নং ও ১০নং কক্ষে এসএসসি’র বাংলা-২য় পত্রের পরীক্ষায় ওই চার জন কক্ষ পরিদশর্কের দায়িত্ব পালন করছিলেন। তারা ওই কক্ষ সমূহের পরীক্ষার্থীদের ভিন্ন সেটের এমসিকিউ প্রশ্নপত্র সরবরাহ না করে একই সেটের প্রশ্নপত্র সরবরাহ করে সঠিকভাবে দায়িত্ব পালন করেন নি। বিষয়টি ওই কেন্দ্রে দায়িত্বপালনরত ট্যাগ অফিসার শহর সমাজসেবা কর্মকর্তা এটিএম মুহিতুল ইসলাম ও কেন্দ্র সচিব আমিনুল ইসলামের নজরে এলে ওই চার কক্ষ পরিদর্শককে দায়িত্ব অবহেলার কারণে বহিস্কার (পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব হতে অব্যহতি প্রদান) করা হয়। এ সংক্রান্ত প্রতিবেদন সংশ্লিষ্ট বোর্ড ও অফিসে পাঠানো হয়েছে।