এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল ও বিতরণসহ সব অভিযোগ ও গাফিলতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অভিযোগের বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হয়েছে বলেও জানান তিনি। এছাড়া প্রশ্নফাঁস বন্ধে কঠোর নজরদারি রয়েছে। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী।

রোববার রাজধানীর বকশিবাজার আলিয়া মাদ্রাসা পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় সবচেয়ে বেশি নজরদারি করা হচ্ছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর কোনও শিক্ষার্থী হল থেকে বের হতে চাইলে প্রশ্নপত্র রেখে বের হতে হবে। মূলত, পরীক্ষা শুরুর পর অনলাইনে প্রশ্নপত্র ছড়িয়ে পড়া বন্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশ্নফাঁস বন্ধে মিডিয়া ও অভিভাবকদের সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক একেএম সাইফউল্লা উপস্থিত ছিলেন।