জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা পেলো চট্টগ্রামের সন্দ্বীপবাসী। সাগরের তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে এসব সেবার সঙ্গে যুক্ত হলো দেশের মূল ভুখণ্ড থেকে বিছিন্ন এ এলাকাটি। বুধবার (৬ জানুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সন্দ্বীপ পর্যন্ত ১৬ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন কেবল (সাগরের তলদেশ দিয়ে যাওয়া বিদ্যুতের তার) স্থাপন করে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া হয় সাগর ও নদী দিয়ে ঘেরা ওই উপজেলার মানুষের কাছে।