চট্টগ্রামের তরুণ চিকিৎসক মোস্তাফা মোরশেদ আকাশের আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে গ্রেফতার হওয়া তানজিলা হক চৌধুরী মিতু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। পুলিশের তিন দিনের জিজ্ঞাসাবাদে মিতু অন্য পুরুষের সাথে বিবাহ বর্হিভুত সম্পর্কসহ নানান তথ্য দিয়েছেন। মিতুর কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করছে পুলিশ।

নগরীর চান্দগাঁও থানার ওসি আবুল বশর বলেন, মিতু এ বিষয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন। মিতুর দেয়া তথ্যগুলো যাছাই বাছাই হচ্ছে। তিন দিনের রিমান্ড শেষ হওয়ায় শনিবার আদালতে তোলা হবে তাকে।

তদন্ত সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, তিন দিনের রিমান্ড প্রথম দুই দিন মুখই খুলেননি মিতু। উল্টো আকাশের বিরুদ্ধে নানান অভিযোগ তুলেন। জিজ্ঞাসাবাদে অন্যের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকার কথা স্বীকার করলেও অনৈতিক সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন। শেষ দিন মুখ খুলেন মিতু। তিনি বিবাহ বর্হিভূত নানান সম্পর্কের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি স্ত্রী মিতুর বিরুদ্ধে পরকীয়তার অভিযোগ তুলে আত্মহত্যা করেন চিকিৎসক আকাশ। এরপর আকাশের মা আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগ মিতুসহ ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় মিতু’র মা মোছাম্মৎ শামীম শেলী, বাবা মোহাম্মদ আনিছুল হক চৌধুরী, বোন সানজিলা হক চৌধুরী আলিশা (২১), ড. মাহবুবুল আলম (২৮) এবং প্যাটেলকে আসামি করা হয়।