পাবনায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহ্নত অস্ত্র সরঞ্জামসহ একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। আটককৃতরা পাবনা শহরতলীর নয়নামতি এলাকার আজমতের ছেলে আব্দুর রাজ্জাক কালু (৩৩), চক পৈলানপুরের হাবিবুর রহমানের ছেলে রিপন শেখ (৩০), নুরপুর পাঁচ পুকুর এলাকার ইয়াকুবের পালিত ছেলে কাওছার ওরফে গাফ্ফার (২৪) কাচারি পাড়া এলাকার মৃত ছাত্তার প্রামানিকের ছেলে বাবু ইসলাম (৩২) ও চাটমোহর উপজেলার হরিপুরের আফজাল সরকারের ছেলে আরিফ (২৬)।
শুক্রবার দুপুরে পাবনার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার ( পুলিশ সুপার পদে পদোন্নিত প্রাপ্ত) গৌতম কুমার বিশ^াস জানান, বৃহস্পতিবার দিনগত রাতে পাবনা সদর থানা পুলিশ জানতে পারে যে, একটি সংঘবদ্ধ ডাকাত দল পাবনা সদরের গাছপাড়া-টেবুনিয়া বাইপাস রোডের নুরপুর নামকস্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে পুলিশ একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো – চ – ১৫- ২০১৯), কয়েকটি ধারালো অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করেন। তবে এ সময় ডাকাত দলের সর্দার নুরপুর এলাকার ইয়াকুব আলীর ছেলে আমিরুল (৩৮) পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরো জানায় আটককৃতদের বিরুদ্ধে বগুড়া সহ পাবনার বিভিন্ন থানায় মামলা রয়েছে।