বাংলাদেশ-ভারত সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলে মন্তব্য করেছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

শুক্রবার দিল্লিতে দুপুরে দুই দেশের যৌথ পরামর্শক কমিশনের বৈঠক চলাকালে সেখানে সফরত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের উপস্থিতিতে এ মন্তব্য করেন তিনি। বৈঠক চলাকালীন সময়ে ভারতের বহিঃপ্রচার বিভাগের মুখপাত্র এক টুইট বার্তায় এই তথ্য জানান।

সুষমা স্বরাজ বলেন, পারস্পরিক বোঝাপড়া এবং বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে আমাদের দুই প্রতিবেশীর সম্পর্ক।এ সম্পর্ক অত্যন্ত ভালো। এটি সময়ের পরীক্ষায় উত্তীর্ন।এসময় একে আব্দুল মোমেনকে বাংলাদেশ সরকারের নতুন মন্ত্রী হিসেবে স্বাগতও জানান সুষমা স্বরাজ।

অন্যদিকে সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও বলেন, আমাদের দুই দেশের সত্যিকারের বন্ধন প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে।

এদিকে, পৃথক টুইট বার্তায় মুখপাত্র যৌথ পরামর্শ কমিশনের বৈঠকের এজেন্ডা সম্পর্কে জানান, নিরাপত্তা, প্রতিরক্ষা, বাণিজ্য, যোগাযোগ উন্নয়নঅংশীদারিত্ব, পানি বিদ্যুৎ, জ্বলানিখাত, কনস্যুলার. এবং সাংস্কৃতির সহযোগিতার অগ্রগতি নিয়ে দুই দেশের মন্ত্রী কর্মকর্তারা আলোচনা করছেন।এর আগে বুধবার দুই দেশের যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে যোগ দিতে ভারত পৌঁছান একে আব্দুল মোমেন।

দিল্লি সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্রমন্ত্রী মোমেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এ বৈঠক করেন। বৈঠকে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হয়।

এসময় দু’দেশের মধ্যে গত কয়েক বছরের সম্পর্কের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন মোদী। বাংলাদেশের নতুন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারত কাজ করে যাবে বলেও অঙ্গীকার করেন মোদী। এ বৈঠকে যোগ দিতে বুধবার (৬ ফেব্রুয়ারি) দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী পদে নিযুক্ত হওয়ার পর ড. এ কে আব্দুল মোমেনের এটাই প্রথম বিদেশ সফর। দিল্লি থেকে পররাষ্ট্রমন্ত্রী আগামী ৯ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবেন।