গাজীপুরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত (ইভটিজিং) করার দায়ে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ড প্রাপ্তের নাম শরীফুল ইসলাম। সে গাজীপুর সিটি কর্পোরেশনের পূর্ব ধীরাশ্রম এলাকার হাবিবুর রহমানের ছেলে। গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এম সাজ্জাদুল হাসান মঙ্গলবার বিকেলে এ দন্ড দেন।

গাজীপুর সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের পূর্ব ধীরাশ্রম এলাকা জি কে উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে শরীফ বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল বলে পুলিশ ও জেলা প্রশাসনের কাছে অভিযোগে জানায় এলাকাবাসী। প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরেও স্কুলের পাশে দাঁড়িয়ে শরীফ ছাত্রীদের উত্যক্ত করছিল। এ সময় এলাকাবাসী তাকে হাতে নাতে আটক করে পুলিশ ও জেলা প্রশাসনে খবর দেয়। পরে আটক শরীফকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত শরীফের অবিভাবকদের উপস্থিতিতে শরীফকে উক্ত তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে পাঠায়।