ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর এলাকায় অগ্নিদগ্ধ হয়ে মাইক্রোবাসে থাকা ৩ যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার ( ১২ ফেব্র“য়ারি) সকাল সাড়ে ৭টা এই দূর্ঘটনা ঘটে। এসময় মাইক্রোবাসে থাকা অপর যাত্রীরাও গুরুতর আহত হয়। নিহতরা হলেন হলেন-আবদুর রহমান (৬৫) ও কুলসুম বেগম (৫৫)। নিহত মাইক্রোবাস চালকের পরিচয় পাওয়া যায়নি।

খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা রবিউল আজম জানান, সকাল ৭টা ১৫ মিনিটে এই দূর্ঘটনা ঘটে। আমরা ২ শিশুকে উদ্ধার করে মস্তাননগর হাসপাতালে ভর্তি করাই। ৩ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং ২ জন সুস্থ আছেন। মাইক্রোবাসের অগ্নিকান্ডের সূত্রপাত এখনও জানা যায়নি আমরা সনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।তিনি আরও বলেন, মাইক্রোবাসটিকে পিছন থেকে একটি কার্ভাডভ্যান ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে।