রাজধানীতে ভবন নির্মাণের ক্ষেত্রে অপ্রয়োজনীয় অনেকগুলো শর্ত বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম জানিয়েছেন, এখন থেকে ভবন নির্মাণে ১৬টির পরিবর্তে চারটি বিষয়ে অনুমোদন নিতে হবে। শুধু তাই নয়, নতুন ভবন নির্মাণের জন্য নকশা পাসের সময়ও কমিয়ে আনা হয়েছে। ১৫০ দিনের পরিবর্তে নকশা পাস হবে মাত্র ৫৩ দিনে। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব সিদ্ধান্তের কথা জানান গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী।

তিনি জানান, কিছুদিনের মধ্যে সকল ইমারত নির্মাণে নির্মাতা প্রতিষ্ঠানের জন্য ইন্সুরেন্স বা বীমা বাধ্যতামূলক করা হবে। রাজউক বলছে, নকশা অনুমোদনের পাশাপাশি নির্মাণকাজে বিভিন্ন সেবা নেওয়ার ক্ষেত্রে নগরবাসীর দুর্ভোগ কমাতেই এসব সিদ্ধান্ত।