পুরান ঢাকার চকবাজারের অগ্নিকা-ের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।রোববার বেলা ১টা ২১ মিনিটের দিকে ভবনের তৃতীয় তলায় একটি টিউবলাইট বিস্ফোরণ হয়ে আগুন লাগে।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স- এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, বেলা ১টা ২১ মিনিটে বিটিভির একটি ভবনের তৃতীয় তলায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নিভে যায়। আমরা গিয়ে শুধু ধোঁয়া দেখতে পাই।উল্লেখ্য, গত বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৬৭ জন নিহত হয়েছেন। আহত ও দগ্ধ হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪১ জন।