গাজীপুরের টঙ্গীতে যানজটে আটকে থাকা ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক কবির আহমেদ খানের গাড়িতে হামলা চালিয়ে মালামাল ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর উত্তর আউচপাড়া এলাকার নুরু কাউন্সিলরের বাড়ির ভাড়াটিয়া মো. আবুল কালামের ছেলে মো. আব্দুর রহিম (২২) ও একই এলাকার রসুলবাগ হুজুরের বাড়ির ভাড়াটিয়া মো. আফসার উদ্দিনের ছেলে আব্দুর রহমান রাসেল (১৮)। বুধবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ওসি মো. এমদাদুল হক এ তথ্য জানিয়েছেন।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. এমদাদুল হক জানান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কবির আহমেদ খান তার স্ত্রী-সন্তানসহ গত ১ মার্চ (শুক্রবার) একটি প্রাইভেটকারযোগে গ্রামের বাড়ি ময়মনসিংহ যাচ্ছিলেন। পথে রাত ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে যানজটে আটকা পড়ে প্রাইভেট কারটি। এসময় হঠাৎ ৫/৬ জন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হানা দিয়ে প্রাইভেটকারের গ্লাস ভেঙে ফেলে। এসময় কার আরোহীদের অস্ত্রের ভয় দেখিয়ে একটি আইফোন, তিনটি ডায়মন্ডের আংটি, দু’টি স্বর্ণের চুড়ি, নগদ টাকাসহ ভ্যানিটি ব্যাগ ও মানিব্যাগ লুটে নেয় যুবকরা। এ ঘটনায় ওই রাতেই টঙ্গী পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগরীর হোসেন মার্কেট এলাকার ওভার ব্রিজের নিচ থেকে একজন এবং টঙ্গী বাজার এলাকার পথিক পেট্রলপাম্প থেকে অপরজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে লুণ্ঠিত মালামালের মধ্যে একটি ডায়মন্ডের আংটি এবং একটি স্বর্ণের চূড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেফতার এবং লুণ্ঠিত অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে।