ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আদালত হরিপুর থানার ওসিকে গ্রামবাসীর এজাহার গ্রহন করার নির্দেশ দেওয়া হয় ও দ্রুত মামলার প্রতিবেদন দাখিল করতে বলা হয়। মঙ্গলবার দুপুরে হরিপুর আমলী আদালতের বিচারক ফারহানা খান পরবর্তী ১১ই এপ্রিল মামলার শুনানীর দিন ধার্য করেন ও ওসিকে তদন্ত জমা দেওয়ার নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে নিহতদের পরিবারের সদস্যদের পক্ষ হতে মামলার কাজ দ্রুত পরিচালনা করার জন্য ও দোষিদের আইনের আওতায় এনে শাস্থির ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, গত ১২ই ফেব্র“য়ারী ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি-গ্রামবাসীর মধ্যে গরু নিয়ে সংঘর্ষের ঘটনায় ৩ জন গ্রামবাসী নিহত হয়। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদসহ বিজিবির ৭ সদস্যের নাম উল্লেখ করে আরও একশ জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে ঠাকুরগাঁও আদালতে তিনটি মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। সেদিন মামলার পরবর্তী শুনানীর তারিখ ১২ই মার্চ নির্ধারণ করেন হরিপুর আমলী আদালতের বিচারক ফারহানা খান।