এলজিইডির হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা প্রকৌশলী মহিউদ্দিনকে হাতকড়া পড়ানোর প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন করেছে এলজিইডির জেলা ও উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা।গত মঙ্গলবার সকালে জেলা এলজিইডি কার্যালয়ের সামনে এই মাবননন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে লিখিত বক্তব্যে জানা যায়, গত ৬ মার্চ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিন ক্ষমতার অপব্যবহার করে এলজিইডির বাহুবল উপজেলা প্রকৌশলী মহিউদ্দিনকে পুলিশ ডেকে হাতকড়া পড়ান। যা কোন সরকারী কর্মকর্তাকে আদালতে ফৌজদারী মামলা ছাড়া হাতকড়া পড়াতে পারেন না। এছাড়া ওই নির্বাহী কর্মকর্তা বিভিন্ন সময়ে অনিয়মের কাজে ওই প্রকৌশলী স্বাক্ষর না করায় হয়রানি করেন। এরই প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন জেলা এলজিইডির নির্বাহি প্রকৌশলী বাবুল আখতার, সিনিয়ন সহকারী প্রকৌশলী মামুন খান, রাজৈর উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, সদর উপজেলা প্রকৌশলী শাহ আলম মিয়া প্রমুখ। এসময় বক্তরা, অবলিম্বে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিনের শাস্তি দাবী করেন।

সাবরীন জেরীন,মাদারীপুর।