শ্রাবন ঝড়

একটা আকাশ ছিলো মনের মতো
মেঘ ছিলো তার হৃদয়ের ক্ষত
দুঃখের একটা নদী ছিলো,,সেও করেছে পর
সুখের নীড়ে সুখ তো আছে,,কেউ বাঁধেনি ঘর
একটা আকাশ ছিলো মনের মতো।।।

একটা শহর ছিলো এলোমেলো
কিছু স্বপ্ন ছিলো আঁধার কালো
কাঁচের একটা দেয়াল ছিলো,,ভাঙল খেলাঘর
চোখের কোনে জীবন আমার,,বুনল শ্রাবন ঝড়
একটা আকাশ ছিলো মনের মত।।

একটা জীবন ছিলো অগোছালে
তারে রাঙিয়ে দিলো ভোরের আলো
রংধনুর এক বিকেল ছিলো,,সাঁঝের মায়া হাত বাড়াল
রাত্রির বুকে জীবন আমার,, কাঁদল ঝরঝর
একটা আকাশ ছিলো মনের মতো।।

আমেনা ফাহিম