ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে গ্যাস ভিত্তিক নতুন ৪শ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল (পূর্ব) পাওয়ার প্লান্টের নির্মাণ কাজ শুরু হয়েছে। দীর্ঘ ছয় মাস মাটির কাজ শেষে সোমাবার বেলা ১১টায় বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে পাইলিং কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ক্ষিতিশ চন্দ্র বিশ্বাস।

এ সময় পাওয়ার প্লান্টটির ঠিকাদারি প্রতিষ্ঠানের বাণিজ্যিক ব্যবস্থাপক জিয়াং লি, সাব ঠিকারদারি প্রতিষ্ঠান ঐশি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক আলতাব হোসেন, প্রজেক্ট কোঅর্ডিনেটর রেজাউল হোসেন ভূইয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সহায়তায় এক হাজার ৪৭৩ কোটি টাকা ব্যয়ে পাওয়ার প্লান্টটির নির্মাণ কাজ করছে চায়না কোম্পানি ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট ও এক্সপোর্ট করপোরেশন (সিএনটিআইসি) এবং চায়না ন্যাশনাল করপোরেশন ফর ওভারসিস কোঅপারেশন কনসোরটিয়াম (সিসিওইসি)। চুক্তি অনুযায়ী পাওয়ার প্লান্টটির কাজ শেষে ২০২১ সালের জুলাই মাসে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হবে।

উল্লেখ্য, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের আটটি ইউনিট থেকে বর্তমানে এক হাজার ৫৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। নির্মাণাধীন প্রকল্পটি বাস্তবায়ন হলে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন হবে দুই হাজার মেগাওয়াট।