নিরাপদ সড়কের দাবিতে গাজীপুরে বুধবার বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এসময় তারা কয়েকটি মহাসড়ক ও সড়ক অবরোধ করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর সিটি কলেজসহ আশপাশের বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবীতে বিক্ষোভ মিছিল নিয়ে চান্দনা চৌরাস্তা মোড়ে এসে জড়ো হতে থাকে। এসময় তারা ওই এলাকার ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ ঢাকা-জয়দেবপুর সড়ক প্রদক্ষিণ করে। একপর্যায়ে তারা চান্দনা চৌরাস্তার মোড়ে মহাসড়কের উপর বৃত্তাকার হয়ে দাঁড়িয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। অবরোধের কারণে ওই মহাসড়ক ও সড়কগুলোতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কগুলোতে যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে অবরোধকারীদের বুঝিয়ে মহাসড়কের উপর থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পুনঃরায় যানবাহন চলাচল শুরু হয় বলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি মুক্তার হোসেন জানিয়েছেন।