মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে গত আড়াই মাসে ৩ হাজার ১৬৪ জন বাংলাদেশি আটক হয়েছেন। শুক্রবার (২২ মার্চ) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল জাইমি দাউদ এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, এই বছরের প্রথম দিন থেকে গত ২১ মার্চ পর্যন্ত ৮০ দিনে মোট ৪ হাজার ৪৫৪টি অভিযান পরিচালিত হয়। এতে ১৩ হাজার ৬৭৭ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আর অবৈধ অভিবাসীদের নিয়োগ দেওয়ার অপরাধে ৩১১ জন মালিককেও আটক করা হয়। এছাড়া ৬৩ হাজার ২৮৬ জনের তথ্য যাচাই করা হয়েছে। যেসব বিদেশিদের কাগজপত্রে সমস্যা ছিল না, তাদের তথ্য যাচাই শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আটককৃতদের মধ্যে সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ান এবং এরপরই বাংলাদেশি নাগরিকদের অবস্থান। ৮০ দিনে মোট ৪ হাজার ৭২৯ জন ইন্দোনেশিয়ান নাগরিককে আটক করা হয়েছে এবং ৩ হাজার ১৬২ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। এছাড়া ১ হাজার ৩৬২ জন ফিলিপিনের নাগরিক, ১ হাজার ৩৫৭ জন মায়ানমারের নাগরিক এবং বাকিরা অন্যান্য বিভিন্ন দেশের নাগরিক।